1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কু‌মিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার ঘাতক গ্রেফতার ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন কু‌মিল্লা সদর দ‌ক্ষিণে স্কুল ফেরার প‌থে শিশু‌কে ধর্ষণের পর হত্যা ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন

‌নির্মাণাধীন ভব‌নে চাঁদাবাজ‌ি বন্ধ কর‌তে কু‌মিল্লা জেলা পু‌লি‌শের কুইক রেসপন্স টিম

এমইএস:
  • আপডেট টাইম : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৬৭৪ বার পঠিত

কু‌মিল্লা কোতয়ালী মডেল থানার আওতাধীন ১৮টি ওয়ার্ড ও আদর্শ সদর উপ‌জেলার ৬টি ইউনিয়নসহ মোট ২৪টি বিটে নির্মানাধীন ভবনের চাঁদাবাজি বন্ধ কর‌তে কু‌মিল্লা জেলা পু‌লি‌শের উ‌দ্যো‌গে বি‌শেষ কুইক রেসপন্স টিম গঠন করা হয়। আজ শ‌নিবার সকালে কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজিমুল আহসানের নেতৃত্বে পুলিশের একটি দল কু‌মিল্লা নগরীর ৩ নং ওয়ার্ডের তোহা হাউজিং এলাকা থে‌কে এ প্রচারণা কার্যক্রম শুরু করেন।

কু‌মিল্লা জেলা পু‌লিশ সুপার ফারুক আহ‌মেদ পি‌পিএম জানান, জেলা পু‌লি‌শের পক্ষ থে‌কে সদ‌র এলাকায় নির্মানাধীন বেশ কয়েকটি ভবনে চাঁদাবাজি রোধে নির্দেশিকা মুলক ফেস্টুন টানিয়ে দেওয়া হয় । ফেস্টুনে ডিবি পুলিশের একটি হট নাম্বার, বিট টেলিফোন নাম্বার এবং থানার ওসি ও অতিরিক্ত পুলিশ সুপারের নাম্বার সংযুক্ত করা হয়েছে ব‌লে জানান তি‌নি। পু‌লিশ সুপার ব‌লেন কোন বা‌ড়ির মা‌লিক যেন বা‌ড়ি নির্মাণ কর‌তে কোন ধর‌নের হয়রা‌নির শিকার না হয় সে জন‌্যই জেলা পু‌লি‌শ কুইক রেসপন্স টিম গঠ‌নের মাধ‌্যমে এ ধর‌নের কার্যক্রম শুরু করা হয় । শুরু‌তে তোয়া হাউ‌জিং এলাকা থে‌কে কু‌মিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আজিমুল আহসানের নেতৃ‌ত্বে পু‌লি‌শের এক‌টি টিম নি‌য়ে প্রচারণা কার্যক্রম শুরু করা হয়। আ‌জিমুল আহসান ব‌লেন,  ভবন নির্মানে স্থানীয় চাঁদাবাজরা মালিককে তা‌দের থে‌কে নির্মান সামগ্রী সরবরাহ করার জন‌্য বাধ্য করে। এতে মালিকেরা ক্ষতিগ্রস্ত হন। তাদেরকে কাজ না দিলে নানা ধরনের হুমকি দেয়া হয় এবং হেনস্ত করা হয়।

 

এ জন‌্য জেলা পু‌লি‌শের পক্ষ থে‌কে নির্মাণাধীন ভব‌নের চাঁদাবা‌জি  বন্ধ কর‌তে  নতুন ভা‌বে এ উ‌দ্যোগ গ্রহন করা হয়। তি‌নি আ‌রোও ব‌লেন কোন বা‌ড়ির মা‌লিক নির্মা‌ণে ‌কোন  ধর‌নের সমস‌্যা সম্মু‌খিন হ‌লে  মোবাই‌লের মাধ‌্যমে পু‌লিশ‌কে জানা‌লে কুইক রেসপন্স টিম হা‌জির হ‌বে। ‌

পু‌লি‌শের এ ধর‌নের ব‌্যতিক্রম প্রচারনা দে‌খে নগরীর বা‌ড়ির মা‌লিকগন পু‌লি‌শের ব‌্যাপক প্রশংসা ক‌রেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com